Happy Child, Happier Parents
আমি খুব কৃতজ্ঞ। সারাদিন এইগুলা নিয়ে ওদের দুই ভাইয়ের দেখাদেখি, ক্ষণে ক্ষণে এই গ্রহ থেকে ওই গ্রহে চলে যায়। আপনাদের বিজনেসে আল্লাহ্ বারকাহ দান করুন। আমি আরো একটা ম্যাপ নিতে চাই- আমার ভাতিজার জন্য। ডেলিভারি চার্জসহ কত আসবে জানান..
~ Shahria Akhter Chowdhury
গত সপ্তাহে একটা ওয়ার্ল্ড ম্যাপ নিয়েছি আপনাদের কাছ থেকে। জিনিসটা এতো ইউনিক, আর সুন্দর, কি বলব! সবাই ভীষণ পছন্দ করেছে। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আরেকটা ম্যাপ আমি আমার স্কুলের জন্য নিতে চাচ্ছি। আপনারা কি আগামীকাল বিকাল ৫টার মধ্যে ডেলিভারি দিতে পারবেন? তাহলে আমার জন্য খুব খুব সুবিধা হতো। জানাবেন প্লিজ
~ নওশিন মাহমুদা সিদ্দিকা
প্রতি সংগঠক,
আমি মৌসুমী দাস মিত্র, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়ার বাসিন্দা আপনাদের আর্ট কম্পিটিশন পোস্ট দেখে আমার দুই ছেলে মেয়েকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করি।
আমার দুই সন্তানের আঁকা ছবি এখানে সংযুক্ত করে দিলাম। আপনাদের প্রতিক্রিয়ার আশায় রইলাম।
~ মৌসুমী দাস মিত্র
Assalamualikum. I got certificate & gift. Thank you so much. Baby onek happy hoice. Erokom programme amra aro chai. Saradin apnader tangram set ta niyei pore ache amar meye. Onek valo korechen MaShaAllah.
~ Nesa Atiatun
সত্যিই আপনাদের জন্য বাচ্চাদের ছবি আঁকার আগ্রহ বাড়ে। এমন একটা আয়োজন করার জন্য ধন্যবাদ 😊 বাচ্চারা যে এর মাধ্যমে যে কতটা খুশি হয়। তা ওদের না দেখলে বিশ্বাস করা যায় না।
~ Srity Islam
Thank you very much. Kids Solar System r World Map ta haate peyechi. Jinis gula masallah onek sundor.
~ Aysha Islam
My son has drawn his favorite vehicle to participate in the competition " আঁকো স্বপ্নের গাড়ি কন্টেস্ট". Best wishes from Kolkata.
~ Kalyan Banga
পাজেল ট্যাংগাম সেটটা সুন্দর, বাবু অনেক পছন্দ করেছে। কিন্তু ট্যাংগাম পিছ গুলা হারায় যাবে বলে মনে হচ্ছে। আপনারা একটা বক্সের মধ্যে এটা দিতে পারতেন, তাহলে খেলা ধুলা করে আবার বক্সের মধ্যে রেখে দিতো
~ Nazbin Mansuda
সব গুলোই প্রশংসা পাওয়ার মতো। তবে আমার বাচ্চারা সোলার সিস্টেমটা বেশী পছন্দ করেছে...
~ Faisal Mahmud
আপনাদের গিফট কি রিং মুসা বাবুর এতো পছন্দ হয়েছে যে, হাতছাড়া করতে চাই না। নিজের কাছে রাখে সব সময়... ধন্যবাদ
~ Monisha Tul
Vaia thank u apnader competition gift er jonno. Amr meye onek khushi hoeche gift peye.
~ Shazeda Snigdha
তারা তো দুইজন। কিডস ওয়ার্ল্ড ম্যাপ আর সোলার সিস্টেম ভাগাভাগি নিয়ে সামান্য একটু সংঘর্ষ হয়েছে 🙂। আর আপাতত গ্রোথ মাইন্ডসেটটাই দুইটা নেব।
~ কাজী আকরামুল হক
অনেক অনেক ধন্যবাদ। "স্বপ্ন আঁকি মায়ের ভাষায়" এতো সুন্দর একটা উদ্যোগ এর জন্য।
~ Farzana Hasnat
Aj hate pelam. Nice & motivational gift for kids, thanks again
~ Tahmina Akter
ওয়ার্ল্ড ম্যাপ নিতে চাই, বাচ্চাদের সাথে শেয়ার করবো। আমাদের এটা হচ্ছে শিশু বিকাশ কেন্দ্র
~ Homaira Nirjhar
খুব সুন্দর মাশাআল্লাহ